“নগরের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতা ২০১৮
আন্তর্জাতিক সহযোগি সংস্থা জাইকা সহায়তাপুষ্ট ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Capacity Development Of City Corporation (C4C) নামীয় একটি প্রকল্প ০৪টি সিটি কর্পোরেশনে চলমান আছে। উক্ত প্রকল্পের আওতায় প্রকল্পভূক্ত সিটি কর্পোরেশন সমূহ নগরের পরিস্কার-পরিচ্ছন্ন বিষয়ক কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের সেবামূলক অনেক কার্যাবলীর মধ্যে আবর্জনা সংগ্রহ, আপসারণ ও ব্যবস্থাপনা একটি উল্লেখযোগ্য কাজ। সেবার মানকে আরো উন্নত ও কাঙ্খিত পর্যায়ে উন্নীত করার জন্য সিটি কর্পোরেশনের প্রচেষ্টা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সিটি কর্পোরেশনে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনা সৃষ্টি ও নাগরিক অংশগ্রহণকে আরো গতিশীল ও ব্যাপ্তি ঘটানোর লক্ষ্যে এ বিষয়ে স্কুল ভিত্তিক একটি রচনা প্রতিযোগিতার আয়োজন হয়েছে।
রচনা প্রতিযোগিতার বিষয় : “নগরের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা”
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের যোগ্যতা : শুধুমাত্র ৯ম ও ১০ম শ্রেণির নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা জিলা স্কুল এর ছাত্রী ও ছাত্রগণ।
প্রতিযোগিতার তারিখ ও সময় :
ক) নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ২৭/১০/২০১৮ খ্রি:, সকাল ১১.০০-১১.৪৫ পর্যন্ত
খ) কুমিল্লা জিলা স্কুল ২৮/১০/২০১৮ খ্রি:, সকাল ১১.০০-১১.৪৫ পর্যন্ত
নিয়ামাবলী:
- রচনা বাংলা ভাষায় অনধিক ৫০০ শব্দের মধ্যে হতে হবে।
- বিদ্যালয়ের শুধুমাত্র ৯ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
- রচনা প্রতিযোগিতায় এককভাবে অংশগ্রহণ করতে হবে।
- সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (WIT) কর্তৃক গঠিত বিচারক প্যানেলের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।
- পুরস্কার বিতরণের জন্য অনুষ্ঠানের তারিখ যথাসময়ে জানানো হবে এবং বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হবে।
- প্রয়োজনীয় কাগজ প্রকল্প থেকে সরবরাহ করা হবে।